এক কথায় হেয়ার থেরাপী। সাদা চুল লাল/মেহেদী কালার করে, কালো চুল কালো হয়, চুলে কন্ডিশনারের কাজ করে, চুলটা দারুন সিল্কি হয়। ৩/৪ চামচ হেনার সাথে ১টি কাঁচা ডিমের সবটুকু অংশ কিংবা ২ চামচ টক দই পরিমানমত পানি দিয়ে মিশিয়ে আধাঘন্টা ভিজিয়ে রেখে সমস্ত চুলের গোড়া সহ ভাল করে লাগিয়ে ১ ঘন্টা পর ধুয়ে ফেলতে হবে, এভাবে সপ্তাহে ১/২ বার ব্যবহার করলে চুল দারুন সিল্কি হয়, চুলের সঠিক পরিচর্যা হয়। শুধু মেহেদী কালার করতে, চা অথবা কফির লিকার করে পরিমানমত হেনা পাউডার পানিসহ পেষ্ট করে চুলে লাগিয়ে এক থেকে দেড় ঘন্টা রাখতে হবে তার পর ধুয়ে ফেলতে হবে। এভাবে সপ্তাহে ২ বার ব্যবহার করতে হবে, কালো চুলকে হালকা সানলাইট ব্রাউন করতে চুলে ৩ ঘন্টা রাখতে হবে। ২৪ ঘন্টার মধ্যে শ্যাম্পু না ব্যাবহার করাই ভাল।